in General Studies by (3.8k points)
অসমে 1857 সনের বিদ্রোহ কিভাবে প্রভাব ফেলেছিল সংক্ষেপে লিখ।

1 Answer

0 votes
by (17.5k points)
 
Best answer
1857 সনের বিদ্রোহ অসমীয়া জনসাধারনকে ব্রিটিশ শাসন-শোষণের বিরুদ্ধে জাগ্রত করে তুলেছিল। 1857 সনের বিদ্রোহ অসমের অভিজাত শ্রেণীকে বৃটিশ সাসনের অবসান ঘটিয়ে পুরোনো রাজতন্ত্র প্রতিষ্ঠা করার এক সোনালী সুযোগ প্রদান করেছিল। সেজন্য এই বিদ্রোহ অসমেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। ব্রহ্মপুত্র উপত্যকাতে কিছু সংখ্যক লোক অসমে অবস্থান করা ব্রিটিশ সৈন্য বাহিনীতে থাকা ভারতীয় সেনাদের মধ্যে অসন্তুষ্টি ছড়িয়ে অসমেও সিপাহী বিদ্রোহের উত্থান ঘটিয়ে তাদের সাহায্যে ইংরাজদের বিতাড়িত করে আহোম রাজপরিবারের কন্দপেশ্বর সিংহকে অসমের রাজা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছিল। বরাক উপত্যকায় সেই ধরনের কোন প্রতিক্রিয়া ঘটতে দেখা যায়নি। এখানে চিটাগঞ্জ থেকে আসা সিপাহীরা কিছু অশান্তির সৃষ্টি করেছিল।
...