in General Studies by (3.8k points)
ভারতীয় সাহিত্যের বিষয়ে একটি টীকা প্রস্তুত কর।

1 Answer

0 votes
by (17.5k points)
 
Best answer
সাহিত্যের ক্ষেত্রে ভারত একটি সমৃদ্ধশালী দেশ প্রাচীন যুগে রচিত সংস্কৃত সাহিত্যরাজিতে ভারতীয় সভ্যতা-সংস্কৃতির আত্মা। নিহিত হয়ে আছে। ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ব ও সাম এই চারবেদ, ব্রাহ্মণ, আরণ্যক ইত্যাদি উপনিষদ, রামায়ণ এবং মহাভারত মহাকাব্যদ্বয়, গীতা, পুরানসমূহ উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়া রাজনীতি বিষয়ক কৌটিল্যের অর্থশাস্ত্র, চিকিৎসা বিষয়ক চরক সংহিতা, সশ্রুত সংহিতা, কালিদাস, শূদ্রক, বানভট্ট ইত্যাদি লেখকের বিশুদ্ধ সাহিত্যরাজি ভারতীয় সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। কপিল, পতঞ্জলী, গৌতম, কনাদ, জৈমিনি, রামানুজ প্রভৃতি দার্শনিকদের গ্রন্থসমূহ, ইতিহাস বিষয়ক গ্রন্থ, কলহনের রাজতরঙ্গিনী; বরাহ মিহির, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, মহর্ষি ভরদ্বাজ আদি বিজ্ঞানীর বিভিন্ন গ্রন্থ; দক্ষিণ ভারতের সংগম সাহিত্য আদি গ্রন্থরাজি ভারতীয় লোকের সাহিত্যরুচি এবং বিজ্ঞান পিপাসার পরিচয় তুলে ধরে। এই গ্রন্থসমূহ জীবন এবং জগত সম্পর্কে দৃষ্টিভংগী, ধর্মবিশ্বাস, বিজ্ঞান মানসিকতা এবং কারিগরী জ্ঞান, রাজনীতি চিকিৎসা আদি বিস্তৃত ক্ষেত্রে প্রাচীনকালে ভারতীয়রা আহরণ করা জ্ঞানের স্তরকে প্রতিফলিত করে। এইভাবে ভারতীয় সাহিত্যের ইতিহাস এক গৌরবোজ্জল ইতিহাস।
...